Location
কোম্পানীগঞ্জের মুছাপুরে অবস্থিত।
Transportation
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুর হাট থেকে বাংলা বাজার, অতপর দক্ষিনে চৌধুরী বাজার পার ২ কিলোমিটার রাস্তা হয়ে চার রাস্তার মোড় দিয়ে পূর্ব দিকে জনতা বাজার এর পর দক্ষিণে ১.৫ কিলোমিটার রাস্তার অতিক্রম করে একটু পূর্বে গেলেই মুছাপুর ফরেষ্ট, তার মধ্য ভাগে অবস্থিত মুছাপুর ফরেষ্ট লেক
Details
মুছাপুর ফরষ্টে অবস্থিত এই লেকে রয়েছে অপরূপ সৌন্দর্য, রয়েছে নৌকা ভ্রমনের অভিজ্ঞতা অর্জনের সুবিদা, পাখপাখালির কলতান, হিমেল হাওয়া,সহ নানন ধরনের মনোরম প্রাকৃতিক দৃশ্য।