মালার বায়
মামলা নং : ১৩/১৭-১৮ ইং
বাদী - ০১। শ্যমল চন্দ্র মজুমদার ,পিতা- দীনেশ চন্দ্র মজুমদার, সাং- মুছাপুর, উপজেলা- কোম্পানীগঞ্জ,জেলা- নোয়াখালী।
বিবাদী -০১। ডিপটি চন্দ্র মজুমদার, পিতা- তরনী মজুমদার,
০২। দিপংকর মজুমাদর ,পিতা- ডিপটি মজুমদার
সর্ব সাং- সাং- মুছাপুর, উপজেলা- কোম্পানীগঞ্জ,জেলা- নোয়াখালী।
বাদী বিগত ২৬/০৯/২০১৭ইং তারিখ বিবাদীর বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগের আলোকে বাদ - বিবাদী গণকে ০২/১০/২০১৭ইং তারিখ হাজির হওয়ার জন্য নোটিশ করিলে বাদী হাজির হয় । বিবাদী হাজির হয় নাই। পুনরায় র্ধায্য তারিখ ০৯/১০.২০১৭ইং । উক্ত তারিখে বাদী হাবির হয়। বিবাদী হাজির হয় নাই । পুনরায় র্ধায্য তারিখ ১৬/১০/২০১৭ইং ।উক্ত তারিখে বাদী হাজীর হয় কিন্তু বিবাদী হাজির হয় নাই। বাদীর বক্তব্য ও স্বাক্ষ্য প্রমানের আলোকে জানা যায় যে, বিবাদী দুষ্ট প্রকৃতির লোক জোর জুলুম বাজ। বিবাদীগণ আইন - কানুন মানে না। বিবাদীগণ বাদীর মানসিক ভারসামীহীন ভাগিনা সুজন মজুমদারকে ও তার মাকে মারধর করে গুরুতর আহত করে বলে স্বাক্ষ্য প্রমানে জানা যায়। বাদীল আবেদন সম্পূর্ণ সত্য। বাদীকে উচ্চ আদালতের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হল।
নজরুল ইসলাম শাহীন চৌধুরী
চেয়াম্যান
মুছাপুর ইউনিয়ন পরিষদ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস