দরিদ্র বিমোচনের লক্ষ্যে সরকার সারা দেশের মতো ০৭নং মুছাপুর ইউনিয়নে ও একটি বাড়ি,একটি খামার প্রকল্পের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ০১টি করে সমিতি গঠন করে।
প্রতিটি সমিতিতে ৬০জন করে সদস্য থাকে। সদস্যরা প্রতি মাসে ২০০/- (দুই শত) টাকা করে সঞ্চয় জমা করে,সরকার ও প্রতি মাসে প্রতি জনের নামে সমিতিতে মাসে ২০০/- (দুই শত) টাকা
করে কল্যাণ অনুদান প্রদান করে। সমিতির সদস্যদের মধ্যে থেকে ১১জনের একটি কমিটি থাকে,এতে একজন সভাপতি ও ম্যানেজার থাকে বাকিরা সদ্স্য হিসাবে থাকে। সমিতির মেয়াদ ০৬ মাস পূর্ণ হলে সদস্যদের মাঝে বিভিন্ন প্রকল্পে - যেমন- হাঁস-মুরগি পালন,গবাদী পশু পালন,কবুতর পালন,মাছ চাষ,ক্ষুদ্র ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে সহজ শর্তে বিনা জামানতে ক্ষুদ্র খণ প্রদান করা হয়।
বর্তমানে মুছাপুর ০৫ নং ওয়ার্ড ছাড়া বাকি ০৮টি ওয়ার্ডে এ কার্যক্রম চলমান আছে। সরকারী নিয়োগ প্রাপ্ত একজন মাঠ সহকারি উক্ত সমিতি গুলোর কার্যক্রম পরিচালনা করে থাকে।
মাঠ সহকারী - জনাব টিটু মজুমদার
মোবাইল নং ০১৮৪০৪৪৬৬৪২
মুছাপুররের পোর্টালে স্বাগতম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস