Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মুছাপুর ফরেষ্ট
স্থান
কোম্পানীগঞ্জের মুছাপুরে অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুর হাট থেকে বাংলা বাজার, অতপর দক্ষিনে চৌধুরী বাজার পার ২ কিলোমিটার রাস্তা হয়ে চার রাস্তার মোড় দিয়ে পূর্ব দিকে জনতা বাজার এর পর দক্ষিণে ১.৫ কিলোমিটার রাস্তার অতিক্রম করে একটু পূর্বে গেলেই মুছাপুর ফরেষ্ট
বিস্তারিত

মুছাপুরের ইতিহাস ঐতিহ্যের কালজয়ী স্বাক্ষী মুছাপুর ফরেষ্ট,নদীর তীরে অবস্থিত বিশাল এজায়গা জুড়ে অবস্থিত এই ফরেষ্ট, এতে রয়েছে ভিবিন্ন প্রজাতির পাখি, ভিবিন্ন ধরনের পশু, বাগানের প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত রূপ,বাগানের ভিতরে রয়েছে একটি অপরূপ লেক। এছাড়াও রয়েছে বাগানের তীরে অবস্থিত নদীর সৌন্দর্য।